শিরোনাম
শিবগঞ্জে ভূর্তুকি মূল্যে টিসিবি এর পণ্য বিতরণ
বিস্তারিত
গত ২০ মার্চ,২০২২ তারিখ সকাল ৯টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌরসভার দুইটি স্থানে পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে নেয়া দেশব্যাপী ১কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম (বগুড়ায়) এর শুভ উদ্বোধন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন ,
এ উপজেলায় আজ থেকে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। শুধুমাত্র পরিবার কার্ডধারীগণ নির্দিষ্ট পয়েন্টে কার্ড দেখানোর প্রেক্ষিতে পণ্য ক্রয় করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টা সফল করে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতে সকলের সহযোগিতা কাম্য।