Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলায় শিবগঞ্জ উপজেলা অত্যান্ত অগ্রসরমান। গ্রামীন ঐতিহ্যবাহী খেলাগুলি যেমন- হাডুডু, কাবাডি, দারিয়াবান্দা, গোল্লাছুট, লুকাচুরি, লাটিম খেলা, ঘুড়ি উড়ানো খেলা এখনো গ্রাম অঞ্জলে প্রচলিত আছে। এছাড়া আধুনিক খেলা গুলোর মধ্যে ফুটবল, ক্রিকেট, ব্যাড মিন্টন, ভলিবল, প্রভৃতি অত্যান্ত জনপ্রিয় হয়ে আছে।

শিবগঞ্জ এম এইচ ডিগ্রি কলেজ মাঠ এবং শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়স্থ মাঠ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।

 প্রতি বছর এ মাঠ গুলোতে নিম্নলিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ

(ক) গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট।

(খ) প্রিমিয়ার ফুটবল লীগ ও ক্রিকেট লীগ।

(গ) প্রতি বৎসর ভলিবল লীগ অনুষ্ঠিত হয়।

(ঘ) ব্যাডমিন্টন লীগ।

শিশু বিনোদনের জন্য রয়েছে পৌর উদ্যান (শিশু পার্ক)।

এছাড়াও বিভিন্ন সরকারী দিবসগুলিতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।