উদ্ভাবনী উদ্যোগের বিশেষ বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ
(ক) বাংলাদেশে উপজেলা পর্যায়ে সর্বপ্রথম ।
(খ) বিনামূল্যে সরকারি কর্মকর্তা ও উপজেলাবাসি ইন্টারনেট সুবিধা লাভ ।
(গ) উন্মুক্ত ওয়াই-ফাই জোন ।
(ঘ) বৃহৎ পরিসরে ইন্টারনেট সেবা প্রদান (আনুমানিক প্রায় ৫০০ মিটার এলাকা) ।
(ঙ) সরকারি অফিস ও নেটওয়ার্কিং এর আওতায় সবাই ওয়্যারলেস ল্যান ব্যবহারের সুবিধা।
সেবার মানের পরিবর্তনঃ
ক্রমিক নং | প্রাপ্ত বা প্রদত্ত সেবা | গুনগত মান | অর্জন | |
পূর্বের | বর্তমান | |||
০১ | অফিস ফাইলিং | হাতে করে নিয়ে এসে | শেয়ার হোল্ডার ব্যবহার করে | সময় সাশ্রয়-৮০% কাগজ সাশ্রয়-৫০% |
০২ | নতুন তথ্য প্রাপ্তি | নিজ খরচে মডেম ব্যবহার করে | বিনামূল্যে দ্রুততম সময়ে | সময় সাশ্রয়-১০০% সেবার মান-৭০% |
০৩ | জেলার সাথে নেটওয়ার্কিং | চিঠিপত্র পিওনের মাধ্যমে প্রেরণ | ই-মেইলে প্রেরণ | সময় সাশ্রয়-৯০% সেবার মান-৭০% |
০৪ | আউটসোর্সের মাধ্যমে আয়ের সুযোগ | সুযোগ ছিল না | প্রশিক্ষণ গ্রহণে আগ্রহির সংখ্যা বৃদ্ধি | অর্থনৈতিক-১০০% সামাজিক উন্নতি-১০০% |
অফিসের সময় সাশ্রয় হওয়ায় দ্রুততম সময়ে জনগণ সেবা লাভ করতে শুরু করেছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করতে সময় কম লাগছে। ফলে নথিপত্র দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং জনগণ দ্রুত সেবা পাচ্ছে। মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে ও নতুন নতুন সেবা ও তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। সরকারী কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত হয়েছে। উপজেলাবাসি আউটসোর্সিং এর সুবিধা পাওয়ায় নতুন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস