মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছু পশ্চিমে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার শরীফ অবস্থিত। কথিত আছে মাছের পিঠে আরোহন করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন। তাই তাকে মাহী সওয়ার বলা হয়। কথিত আছে হযরত মীর বোরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন। পুত্র মানত করে গরু কোরবানী দেয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই মাহী সওয়ারেরর আগমন ঘটে।
ঢাকা-রংপুর মহাসড়কে মহাস্থান বাসস্ট্যান্ড হতে পায়ে হেটে ০২ মিনিটের রাস্তা পেড়িয়ে শিবগঞ্জ উপজেলা রোডে এই মাজারটি অবস্থিত। মাজারের পার্শ্বে পিকনিক স্পট ও আবাসিক হোটেলের সু-ব্যবস্থা আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS