উদ্ভাবনী উদ্যোগে ব্যবহৃত আইসিটি টুলস ও ডিভাইসঃ
বর্ণিত উদ্ভাবনী উদ্যোগে দু‘টি কারিগরি দিক রয়েছে। প্রথমটি ইন্টারনেট সংযোগ ও অপরটি Wi-Fi সংযোগ স্থাপনঃ
শিবগঞ্জ উপজেলাটি বগুড়া শহর হতে প্রায় ২২ কিঃ মিঃ দূরে অবস্থিত। এ উপজেলায় কোন ব্রডব্যান্ড কানেকশন/ফাইবার অপটিক কেবল না থাকায় জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া পর্যন্ত বিটিসিএল এর মাধ্যমে ২ মেগা ডেডিকেটেড লাইন স্থাপন করা হয়। অতপর সেখানে একটি টাওয়ার এর মাধ্যমে রেডিও লিংক স্থাপন করা হয়। স্থাপিত রেডিও লিংক এর মাধ্যমে বগুড়া হতে শিবগঞ্জ পর্যন্ত ইন্টারনেট সংযোগ আনয়ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শিবগঞ্জ উক্ত রেডিও লিংকের একটি রিসিভার পার্ট টাওয়ার স্থাপন করে বসানো হয়েছে। ফলে ইন্টারনেট সংযোগটি স্থাপন করা সম্ভব হয়েছে।
দ্বিতীয় ধাপে ওয়্যারলেস প্রযুক্তি অর্থাৎ তারবিহিন ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য টাওয়ার এর মাধ্যমে দু‘টি ন্যানো স্টেশন স্থাপন করা হয়েছে। ফলে উপজেলা পরিষদের নির্দিষ্ট সীমায় সকলেই ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছে। উপজেলা পরিষদের আওতাভূক্ত ২০টি দপ্তরের ডেস্কটপ কম্পিউটারে এক্সাটারনাল ল্যানকার্ড স্থাপন করা হয়েছে। অধিকন্তু সকল দপ্তরের ল্যাপটপ কম্পিউটারে এ সংযোগ ফ্রী ব্যবহার করছেন। ফলে প্রতিটি দপ্তর একই নেটওয়ার্কের আওতায় ল্যান এর সুবিধা এবং ইন্টারনেটের সুবিধা পাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS