Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বৈশিষ্ট্যসমূহ

উদ্ভাবনী উদ্যোগের বিশেষ বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ

 

(ক)     বাংলাদেশে উপজেলা পর্যায়ে সর্বপ্রথম ।

(খ)     বিনামূল্যে সরকারি কর্মকর্তা ও উপজেলাবাসি ইন্টারনেট সুবিধা লাভ ।

(গ)     উন্মুক্ত ওয়াই-ফাই জোন ।

(ঘ)     বৃহৎ পরিসরে ইন্টারনেট সেবা প্রদান (আনুমানিক প্রায় ৫০০ মিটার এলাকা) ।

(ঙ)     সরকারি অফিস ও নেটওয়ার্কিং এর আওতায় সবাই ওয়্যারলেস ল্যান ব্যবহারের সুবিধা।

 

সেবার মানের পরিবর্তনঃ

 

ক্রমিক নং

প্রাপ্ত বা প্রদত্ত সেবা

গুনগত মান

অর্জন

পূর্বের

বর্তমান

০১

অফিস ফাইলিং

হাতে করে নিয়ে এসে

শেয়ার হোল্ডার ব্যবহার করে

সময় সাশ্রয়-৮০%

কাগজ সাশ্রয়-৫০%

০২

নতুন তথ্য প্রাপ্তি

নিজ খরচে মডেম ব্যবহার করে

বিনামূল্যে দ্রুততম সময়ে

সময় সাশ্রয়-১০০%

সেবার মান-৭০%

০৩

জেলার সাথে নেটওয়ার্কিং

চিঠিপত্র পিওনের মাধ্যমে প্রেরণ

ই-মেইলে প্রেরণ

সময় সাশ্রয়-৯০%

সেবার মান-৭০%

০৪

আউটসোর্সের মাধ্যমে আয়ের সুযোগ

সুযোগ ছিল না

প্রশিক্ষণ গ্রহণে আগ্রহির সংখ্যা বৃদ্ধি

অর্থনৈতিক-১০০% সামাজিক উন্নতি-১০০%

 

অফিসের সময় সাশ্রয় হওয়ায় দ্রুততম সময়ে জনগণ সেবা লাভ করতে শুরু করেছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করতে সময় কম লাগছে। ফলে নথিপত্র দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং জনগণ দ্রুত সেবা পাচ্ছে। মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে ও নতুন নতুন সেবা ও তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। সরকারী কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত হয়েছে। উপজেলাবাসি আউটসোর্সিং এর সুবিধা পাওয়ায় নতুন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।